শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইনজীবী  আবদুল বাসেত আর নেই

প্রকাশিত: ১০:৪৮ এএম, অক্টোবর ২৭, ২০২১

আইনজীবী  আবদুল বাসেত আর নেই

ডেইলি খবর ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ‘গরিবের আইনজীবী’ খ্যাত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবদুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এ তথ্য নিশ্চিত করেন।এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি,বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, দোয়া করি, আল্লাহ পাক তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।’মরহুম এ আইনজীবীর নামাজে জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট‌ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুমিল্লার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।    
Link copied!