শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এক বছর নিষিদ্ধ লংকান তিন তারকা

প্রকাশিত: ১২:৫০ এএম, জুলাই ৩১, ২০২১

এক বছর নিষিদ্ধ লংকান তিন তারকা

গত জুনে ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভেঙে হোটেল থেকে রেব হয়ে রাতে ডারহ্যামে ঘোরাফেরা করেন শ্রীলংকান তিন তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরশন ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা। এই ত্রয়ীকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলংকার পাঁচ সদস্যের তদন্ত কমিটি মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলার বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করেছিল। মেন্ডিস ও গুনাথিলাকাকে দুই বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার সুপারিশ করে তদন্ত কমিটি। আর উইকেটকিপার ব্যাটসম্যান ডিকভেলাকে ১৮ মাস শাস্তির সুপারিশ করা হয়। তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা শেষে তিন ক্রিকেটারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে লংকান ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, গত জুনে ইংল্যান্ড সফরে মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলা করোনার নিয়ম ভেঙ্গে রাতের আঁধারে ডারহ্যামের রাস্তায় মাদক গ্রহণের ফুরসত খুঁজছিলেন। সেই সময়ে রাস্তা দিয়ে যাওয়া একটি প্রাইভেটকার আরোহী বিষয়টি মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।
Link copied!