মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ওমিক্রনের কারণে বিয়ে বাতিল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০১:২৭ পিএম, জানুয়ারি ২৩, ২০২২

ওমিক্রনের কারণে বিয়ে বাতিল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ বাড়ার কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বাগদান হয়েছে। সেটাও দুই বছর আগে। তারপর তাদের বিয়ের কথা থাকলেও ভিন্ন কারণে তা পিছিয়ে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠান বাতিলের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, এই জীবন আর আমি এর থেকে আলাদা নই। আমি সাহস করে বলতে পারি যে, করোনা মহামারি আরও হাজার হাজার নিউজিল্যান্ডবাসীর ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এমনকি কখনও কখনও এমনও হয় যে, কেউ গুরুতর অসুস্থ হলে তারা তাদের প্রিয়জনের সাথে থাকতে পারেন না। আর এটিই আমাকে বেশি কষ্ট দেয়। অবশ্য বিয়ে না হলেও জেসিন্ডা আরডার্ন-ক্লার্ক গেফোর্ডে দম্পতির নেভ নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। উল্লেখ্য, সংক্রমণ বাড়ার কারণে দেশটিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে নিউজিল্যান্ড সরকার। সূত্র: আল জাজিরা
Link copied!