শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নঈম নিজামের বক্তব্য সম্পাদক পরিষদ সরাসরি শুনতে চায়

প্রকাশিত: ১২:২০ পিএম, জুলাই ৩০, ২০২১

নঈম নিজামের বক্তব্য সম্পাদক পরিষদ সরাসরি শুনতে চায়

ডেইলি খবর ডেস্ক: গত ২৭ জুলাই সাধারণ সম্পাদকের পদ থেকে নঈম নিজামের পদত্যাগের একতরফা সিদ্ধান্তের প্রকাশ্য ঘোষণায় সম্পাদক পরিষদে সংকট তৈরি হয়েছে। পরিষদের সভাপতির সঙ্গে মতপার্থক্যের কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে দেশের বাইরে থেকে ঘোষণা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় পরিষদ সদস্যদের একটি জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্তে বলা হয়,সংগঠনের ঐক্যের বৃহত্তর স্বার্থে নঈম নিজামের কাছ থেকে সরাসরি তার অভিযোগ শুনতে চায় পরিষদ। আগামী ৩১ জুলাই তার দেশে ফেরার সম্ভাব্য তারিখ নির্ধারিত রয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে শিগগির অনুষ্ঠেয় পরিষদের পরবর্তী সভায় নঈম নিজামকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। পরিষদের সিনিয়র সদস্য রিয়াজ উদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সভায় নেওয়া সিদ্ধান্ত নঈম নিজামকে ব্যক্তিগতভাবে জানাবেন এবং পরবতী সভায় উপস্থিত থাকার অনুরোধ করবেন। আগামী সাত দিনের মধ্যে রিয়াজ উদ্দিন আহমেদকে তার ওপর অর্পিত দায়িত্বের অগ্রগতি পরিষদ সভাপতিকে জানাতেও অনুরোধ করা হয়েছে।-সমকাল
Link copied!