শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নুরদের নতুন দল ‘গণ অধিকার পরিষদ’

প্রকাশিত: ০১:৪৭ পিএম, অক্টোবর ২৬, ২০২১

নুরদের নতুন দল ‘গণ অধিকার পরিষদ’

‘গণ অধিকার পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। দলের আহ্বায়ক করা হয়েছে ড. রেজা কিবরিয়াকে। দলটির স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর বিজয় নগরের জামান টাওয়ারে দলের রাজনৈতিক কার্যালয়ে নতুন এ দলের ঘোষণা দেন নুরুল হক নুর। ‘গণ অধিকার পরিষদ’ এর চারটি মূলনীতি নির্ধারণ করা হয়েছে, এগুলো হলো- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। জানা গেছে, নতুন দলের আত্মপ্রকাশের সময় ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নুরকে সদস্য সচিব করে দলটির ৮৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক রেজা কিবরিয়া সদস্য সচিব নুরুল হক। কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান-সাবেক নেতাদের অনেকেই রয়েছেন। ‘আত্ম-প্রকাশ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এর আগে, উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে চান তারা। সমমনা দল ও মতকে অভিন্ন প্লাটফর্মে আনতে চান। জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে জনগণের দুয়ারে পৌঁছতে চান। আর নতুন দল ঘোষণার পর তাদের প্রথম রাজনৈতিক কর্মসূচি হবে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিতে আন্দোলন। কোটা আন্দোলনের নেতা রাশেদ খান সময়ের আলোকে বলেন, বৃহৎ আন্দোলনের মধ্যে আমাদের উত্থান। সব আন্দোলনে আমরা সফল হয়েছি। কাজ দিয়ে সাধারণ মানুষের খুব কাছাকাছি যেতে চাই। মানুষই আমাদের মূল্যায়ন করবে। তবে আমরা সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কাজ করব। উল্লেখ্য, ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক নুরুল হক। ওই আন্দোলনের সময় বেশ কয়েকবার হামলার মুখে পড়েন তিনি। এরপর ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। নুরুল হক বর্তমানে ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক। পরিষদ সূত্র জানায়, কোটাবিরোধী আন্দোলনের পর তারা বিভিন্ন জনসম্পৃক্ত বিষয়ে প্রতিবাদ ও কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দল গড়ার উদ্যোগ নেন সংগঠনের নেতারা।
Link copied!