শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩ কোটি টাকার গাড়ি উদ্ধার

প্রকাশিত: ১০:২৩ এএম, অক্টোবর ১৬, ২০২১

পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩ কোটি টাকার গাড়ি উদ্ধার

ডেইলি খবর ডেস্ক: দেশের উওরাঞলের রংপুরে সাড়ে ৩ কোটি টাকা দামের‘জাগুয়ার এক্স’মডেলের একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ঐ গাড়ির প্রকৃত মালিকের হদিস এখনো মেলেনি। মালিককে খুঁজতে মাঠে নেমেছে গোয়েন্দাপুলিশ। ১৫অক্টোবর-শুক্রবার মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,গত বুধবার রাতে নগরীর ধাপ এলাকার পপুলার ডায়াগনস্টিকের মালিক ডাক্তার মোস্তাফিজুর রহমানের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। তবে মোস্তাফিজুর রহমান গাড়িটির মালিকানা অস্বীকার করেছেন। গাড়িটির বিষয়ে বিআরটিএর মাধ্যমে তথ্য নেওয়া হবে। এদিকে সরকারদলীয় রাজনীতির সঙ্গে যুক্ত একই এলাকার আরেক চিকিৎসক লুফে আলী রনিকেও গাড়িটির মালিকানা নিয়ে সন্দেহ করা হচ্ছে। তবে তিনি ঐ গাড়ির মালিক নন বলে সাংবাদিকদের জানিয়েছেন। ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ তোলা হয়েছে দাবি করে লুফে আলী রনি বলেন,পপুলারের মালিকের কাছে আমি জমির টাকা পাই। উনি আমার জমি দখল করে রেখেছেন। চুক্তি মোতাবেক টাকা দিচ্ছেন না। তবে ঐ গাড়ি সম্পর্কে আমার কিছু জানা নেই। পুলিশ জানায়,মোস্তাফিজুর রহমানের বাড়িটি লুফে আলী রনি দখলে রেখেছেন,এমন অভিযোগ পেয়ে তারা সেখানে যান। এ সময় বাড়ির গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় ঐ গাড়িটি দেখতে পেয়ে মালিকের নাম জানতে চান। তবে রনি গাড়িটির মালিকানা অস্বীকার করেন। সাড়ে ৩ কোটি টাকা দামের‘জাগুয়ার এক্স’মডেলের স্পোর্টস কারটির নম্বর চট্রো মেট্রো ভ-১১-০০৩৯। মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন বলেন,প্রাথমিক তদন্তে রুবেল এন্টারপ্রাইজ নামে চট্টগ্রামের এক ব্যক্তি গাড়টির মালিক বলে জানা গেছে। কিন্তু রংপুরে গাড়িটি কীভাবে এল,তা কেউ বলতে পারছে না। তিনি আরও জানান,উদ্ধার হওয়া গাড়িটির প্রকৃত মালিক এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় চোরাই পণ্য কেনাবেচা-সংক্রান্ত একটি মামলা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি।
Link copied!