শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকায় ঘুড়ি উৎসব করবে ঢাকা সাংবাদিক ফোরাম

প্রকাশিত: ১১:৩৩ এএম, জানুয়ারি ১৩, ২০২১

পুরান ঢাকায় ঘুড়ি উৎসব করবে ঢাকা সাংবাদিক ফোরাম

ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব তথা ঘুড়ি উৎসবের আয়োজন করতে চলেছে ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)। সংগঠনের সহসভাপতি লাবণ্য ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার দিনভর পুরান ঢাকার ধূপখোলা মাঠে চলবে এই আয়োজন। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ (এমপি), ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জলিল ভুঁইয়া ও শাকিল আহমেদ। এদিন সকাল সাড়ে ৯টা থেকেই ফোরাম সদস্যরা উপস্থিত হবেন ধূপখোলা মাঠে। ১০ টার সময় তথ্যমন্ত্রী যোগ দেয়ার পর শুরু হবে পরিচয় পর্ব। সাড়ে ১০টায় উদ্বোধন হবে ঘুড়ি উৎসব। মটকা চা আর বাকরখানি দিয়ে শুরু হবে আপ্যায়ন পর্ব। নাটাই-সুতা দিয়ে রং-বেরংয়ের ঘুড়ি উড়াতে উড়াতে বিতরণ করা হবে রসালো সব মিষ্টি। পৌষ সংক্রান্তির এই বিশেষ আয়োজনে ঢাকাই সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন ডিএসএফের সভাপতি শামীম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
Link copied!