শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু-সংক্রমণ

প্রকাশিত: ১২:৫৬ পিএম, জানুয়ারি ১৮, ২০২২

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু-সংক্রমণ

বিশ্বে করোনার নতুন ধরন অমিক্রনের মধ্যেই আবারও বেড়েছে করোনা সংক্রমণ। পাশাপাশি বেড়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৯ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন মানুষের শরীর করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৮৭ জনের। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী এ কথা জানা যায়। সোমবার (১৭ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৯ লাখ ৩৯ হাজার ৮৯৫ জন এবং মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৯০ জনের। ওয়েবসাইটটি তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৫৮০ জন। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৬৩ হাজার ৪২৫ জনের। সুস্থ হয়েছেন ২৬ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৭০৭ জন। শুধু যুক্তরাষ্ট্রেই করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ৪৬৮ জন। এখন পর্যন্ত সদেশটিতে মোট শনাক্ত হয়েছে ৬ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ১৯১ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৪ হাজার ৩২১ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে ভারত। এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৭৬ লাখ ২ হাজার ৮৩২ জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৮৪ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ২৯৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ২৬১ জনের।
Link copied!