মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর দোকানে গোলাগুলি

প্রকাশিত: ০১:১৩ পিএম, মার্চ ৩, ২০২৩

মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর দোকানে গোলাগুলি

বিশ্বকাপ জয়ের পর নিঃসন্দেহে লিওনেল মেসি এখন আর্জেন্টিনার জাতীয় রত্ন। অথচ দেশের এই কৃতি ফুটবলারের প্রাণ কেড়ে নিতে চান খোদ তার শহর রোজারিওরই কয়েকজন বিপথগামী ব্যক্তি। গত বৃহস্পতিবার মধ্যরাতে মেসির স্ত্রীর পরিবারের মালিকানাধীন একটি সুপারশপে সশস্ত্র হামলা চালিয়ে মেসিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাত দুইটায় মোটরবাইকে সওয়ার দুইজন দুষ্কৃতিকারী সুপারশপ লক্ষ্য করে প্রায় ১৪ রাউন্ড গুলি চালায়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। তবে তার আগে সেখানে একটি চিঠি রেখে যায়। তাতে লেখা ছিল, ‘মেসি, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জাভকিন একজন মাদকচক্রী, ও তোমায় বাঁচাতে পারবে না।’ চিঠিতে ‘জাভকিন’ নামে যে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তিনি হলেন রোজারিওর মেয়র পাবলো জাভকিন। এই ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাভকিন বলেন, ‘শহরে হিংসার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। হিংসা নিয়ন্ত্রণে আনতে শহরে আরও পুলিশ নিয়োগের দরকার রয়েছে।’ গোলাগুলির ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না যায়নি, তবে দোকানটির ব্যাপক ক্ষতি হয়েছে। মেসি বা তার স্ত্রী আন্তোনেল্লার পক্ষে এই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
Link copied!