শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্যান্ডেলের ভেতর ব্লুটুথ লাগিয়ে নকল!

প্রকাশিত: ১১:২৭ এএম, সেপ্টেম্বর ২৭, ২০২১

শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্যান্ডেলের ভেতর ব্লুটুথ লাগিয়ে নকল!

সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় নকল করতে গিয়ে গ্রেপ্তার হলো পাঁচজন। তবে অভিযুক্তদের নকল করার পদ্ধতি চোখ কপালে তুলেছে পুলিশেরও। স্যান্ডেলের মধ্যে ব্লুটুথ লাগিয়ে পরীক্ষায় নকল করছিলেন অভিযুক্তরা! এ ঘটনা ভারতের রাজস্থানের। দেশটির সংবাদমাধ্যম জানায়, রবিবার ছিল রাজস্থান এলিজিবিলিটি এগজামিনেশন ফর টিচার্স (রিট)-এর পরীক্ষা। সেই পরীক্ষায় স্যান্ডেলের ভেতর ব্লুটুথ দিয়ে নকল করায় এক পরীক্ষার্থীকে ধরে পুলিশ। বিষয়টি শোরগোল ফেলে দেয়। এর পরপর একই রকমভাবে নকল করতে গিয়ে ধরা পড়ে কয়েকজন। এ নিয়ে রতনলাল ভার্গব নামের এক পুলিশ অফিসার বলেন, ‘‘চপ্পলের সোলের মধ্যে ফোন এবং ব্লুটুথ ডিভাইস ভরে পরীক্ষার হলে এসেছিলেন ওই পরীক্ষার্থীরা। তার কানে একটি যন্ত্র ছিল। পরীক্ষা হলের বাইরে থাকা কেউ তাকে সাহায্য করছিল।’’ পুলিশ জানিয়েছে, খুব বুদ্ধি করে বানানো হয়েছে এই ‘নকলকারী স্যান্ডেল’। প্রায় দুই লাখ রুপির বিনিময়ে পরীক্ষার্থীরা সংগ্রহ করেছে এই স্যান্ডেল। রাজস্থানের সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য ৩১ হাজার পদের বিপরীতে পরীক্ষায় বসেছিল প্রায় ১৬ লাখ চাকরিপ্রার্থী।
Link copied!