শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে জ্যোতিকা জ্যোতি

প্রকাশিত: ০১:২৮ পিএম, মার্চ ১৪, ২০২৩

শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে জ্যোতিকা জ্যোতি

বাংলাদেশ শিল্পকলা একডেমির পরিচালকের দায়িত্ব পেলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, আগামী দুই বছরের জন্য জ্যোতি চুক্তিভিত্তিক এই নিয়োগ পেয়েছেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালক থাকেন একজন। সঙ্গে থাকেন চারজন পরিচালক। তাদেরই একজন হলেন ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ খ্যাত এ অভিনেত্রী। শিল্পকলা একাডেমির পরিচালক হয়ে ভীষণ খুশি জ্যোতি। এই পদে যোগদানের পরদিন থেকে তিনি দুই বছরের জন্য শিল্পকলার পরিচালক হবেন। শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে জ্যোতিকা জ্যোতি জ্যোতিকা জ্যোতি বলেন, এটা তো নিঃসন্দেহে খুশি হওয়ার মত বিষয়। পরিচালক পদে নিয়োগের প্রজ্ঞাপনের বিষয়ে আমি জেনেছি। আমার সর্বাত্মক চেষ্টা থাকবে যথাযথ দায়িত্ব পালনের। কোন ডিপার্টমেন্ট বা কবে থেকে দায়িত্ব গ্রহণ করতে হবে এখনও বিস্তারিত জানতে পারিনি। শিল্পকলার ডিজি’র সঙ্গে আলাপ করে জানতে পারবো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯২ এর বিধি-৩(ঘ) অনুযায়ী অভিনয়শিল্পী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তি জ্যোতিকা পাল জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনে উপ-নির্বাচনের অংশ নেওয়ার জন্য মনোনয়ন কিনেছিলেন জ্যোতি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার টিকিট চেয়েছিলেন এ অভিনেত্রী।
Link copied!