শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সিন’ না করে যেভাবে মেসেজ পড়বেন

প্রকাশিত: ০১:০৯ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০২১

‘সিন’ না করে যেভাবে মেসেজ পড়বেন

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও স্ট্যাটাসে অনলাইন লেখা এড়ানো সম্ভব এবং এভাবে কারও সঙ্গে কথোপকথনও চালিয়ে যেতে পারেন। কিভাবে অনলাইনে থেকেই অনলাইন স্টাটাস অফ রাখা যায় সেটি নিয়ে আজকের টিপস। প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে নোটিফিকেশন অপশনটি চালু করতে হবে। তা হলে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এলে মোবাইল ফোনের উপরের স্ক্রিনেই তা ফুটে উঠবে। সেখান থেকেই চ্যাট করা যায়। এই অপশনে যদি কারও অসুবিধা হয় তা হলেও অন্য উপায় রয়েছে। গুগল প্লে স্টোর থেকে ‘হোয়াটসঅ্যাপ বাবল ফর চ্যাট’ অ্যাপটি মোবাইল ফোনে নিয়ে নিতে হবে। এ অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে কথা বললে অনলাইন দেখাবে না। আরও একটি সহজ উপায় রয়েছে। কোনো মেসেজের উত্তর যদি অনলাইন না দেখিয়ে দিতে চান তা হলে ওই মেসেজটি আসার পর প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করতে হবে। তার পর হোয়াটসঅ্যাপে ঢুকে উত্তর দিতে হবে। হোয়াটসঅ্যাপ থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে গিয়ে ফের ইন্টারনেট সংযোগ চালু করে দিতে হবে। তা হলে আপনার বার্তা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে কিন্তু আপনাকে অনলাইন দেখাবে না।
Link copied!