শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদির ৩০ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

প্রকাশিত: ০৯:৪৩ এএম, নভেম্বর ২৯, ২০২১

সৌদির ৩০ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

ডেইলি খবর নিউজ ডেস্ক: সৌদির ৩০ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী । বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বদ্যুৎ, বন্দর, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো বিনিয়োগ করতে আগ্রহী। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।রোববার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান সফররত সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসের।জানা যায়, সাক্ষাতকালে সৌদি মন্ত্রী শেখ হাসিনাকে মুসলমানদের পবিত্র দুই মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমানের শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি মন্ত্রীর বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান।সৌদি মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রসঙ্গে সৌদি মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা দেখে তিনি অত্যন্ মুগ্ধ হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সৌদি আরবকে বাংলাদেশের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সৌদি মন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য বিনিয়োগের দুয়ার উন্মুক্ত করেছে।বাংলাদেশ সরকারের নীতির প্রশংসা করে সৌদি মন্ত্রী বলেন, সৌদি আরবের কিছু প্রধান কোম্পানি নির্মাণ ও বিদ্যুৎ খাতে খুব ভালো কাজ করছে। ৩০টিরও বেশি সৌদি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।সৌদি মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে গতিশীল ভূমিকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন,সৌদি আরব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।শেখ হাসিনা আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন, বাংলাদেশ-এ অংশগ্রহণের জন্য মন্ত্রী ও তার প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।পারস্পরিক উন্নয়নের জন্য আগামী দিনে উভয় দেশই একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।  
Link copied!