মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হেলেনাকে আওয়ামী লীগের উপকমিটি থেকে বাদ দেয়া হলো

প্রকাশিত: ০৮:২৮ পিএম, জুলাই ২৪, ২০২১

হেলেনাকে আওয়ামী লীগের উপকমিটি থেকে বাদ দেয়া হলো

ডেইলি খবর ডেস্ক: আওয়ামী লীগের একটি উপকমিটিতে স্থান পেয়েই হাতির ৫ পা দেখেছিলেন। তাই বারবার দলের শৃঙ্খলা ভঙ্গ করলেও ধরাছোয়ার বাইরে থাকেন তিনি। এই শৃংখলা ভঙ্গের অভিযোগেই হেলেনা জাহাঙ্গীরকে নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন ওই কমিটি প্রধান আওয়াামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। শনিবার গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘উনি তো কুমিল্লা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী পরিবারের হিসেবেই আমি জানি। ওনার জয়যাত্রা টেলিভিশন নামে একটা মিডিয়া আছে, যেটার সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মহোদয় আছেন। এই সুবাদেই উপকমিটিতে ওনাকে আমরা রেখেছি।‘কিন্তু উনি কী করছেন আমাদের না জানিয়ে করছেন। আমি ইতোমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি,তাকে চিঠি দিয়ে দেয়া হয়েছে। আমাদের উপকমিটিতে যেহেতু তিনি নিয়মনীতি ভঙ্গ করেছেন,তিনি কী করছেন,আমাদের জানাননি,তার সদস্যপদ আমরা বাতিল করে দিয়েছি।এ বিষয়ে হেলেনা জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে বলেন,আমি এখন পর্যন্ত অফিসিয়াল কোনো চিঠি পাইনি। এ রকম সিদ্ধান্ত নেওয়া হলে আমার কিছু করার নেই।
Link copied!