মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

এস আলমের নিয়ন্ত্রণমুক্ত আরো ২ ব্যাংক

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৯:৩৪ পিএম

এস আলমের নিয়ন্ত্রণমুক্ত আরো ২ ব্যাংক

আরো দুটি ব্যাংক এস আলম গ্রæপের নিয়ন্ত্রণমুক্ত হয়েছে। গ্রæপটির নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ব্যাংক ও গেøাবাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো দুটি আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসলামী ব্যাংকের সাবেক এমডি মু. ফরীদ উদ্দীন আহমদকে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে। আর গেøাবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নূরুল আমিনকে। এ ব্যাংকেও পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। এর আগে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের স্বতন্ত্র পরিচালকরা হলেন-বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম জাহীদ এবং চার্টার্ড একাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলাম। গেøাবাল ইসলামীর স্বতন্ত্র পরিচালকরা হলেন-মেঘনা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মল্লিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক আবু হেনা রেজা হাসান এবং চার্টার্ড একাউন্টেন্ট মু. মাহমুদ হোসনে এফসিএ।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!