রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২

কুড়িগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় নিহত দুই সেনার দাফন সম্পন্ন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:১৪ পিএম

কুড়িগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায়  নিহত দুই সেনার দাফন সম্পন্ন

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম : জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্য মো. মমিনুল ইসলাম (৩৮) ও শান্ত মন্ডল (২৬)-এর  দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে পারিবারিক গোরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।
এর আগে ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ গতকাল শনিবার ঢাকায় পৌঁছায়। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুর দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে শান্ত ও মমিনুলের মরদেহ উলিপুর হেলিপ্যাডে আনা হয়।
সেখান থেকে সেনাবাহিনীর তত্বাবধানে  সামরিক মর্যাদায় নিজ নিজ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
এদিকে, মরদেহ বাড়িতে পৌঁছালে দুই পরিবারে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 
সুদানে শহীদ শান্ত মন্ডল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার সাবেক সেনাসদস্য নূর ইসলাম মন্ডলের ছেলে। তাঁর বড় ভাই সোহাগ মন্ডল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।
সেখান থেকে সেনাবাহিনীর তত্বাবধানে নিজ নিজ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
এদিকে, মরদেহ বাড়িতে পৌঁছালে দুই পরিবারে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 
সুদানে শহীদ শান্ত মন্ডল কুড়িগ্রাামের রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার সাবেক সেনাসদস্য নূর ইসলাম মন্ডলের ছেলে। তাঁর বড় ভাই সোহাগ মন্ডল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।
স্থানীয় সময় আনুমানিক বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী জাতিসংঘের লজিস্টিক বেইসে আকস্মিক ড্রোন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী। 
পরিবার সূত্রে জানা গেছে, শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। চলতি বছরের ৫ নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান। তাঁর স্ত্রী দিলরুবা খন্দকার বৃষ্টি সন্তানসম্ভাবা।

 

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!