শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ডিজেল-কেরোসিনের দাম কমলো ১ টাকা, অপরিবর্তিত পেট্রোল-

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ১০:২২ পিএম

ডিজেল-কেরোসিনের দাম কমলো ১ টাকা, অপরিবর্তিত পেট্রোল-

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে কমেছে এক টাকা। জানুয়ারি মাসের জন্য এ দাম নির্ধারণ করেছে সরকার। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল-অকটেনের দাম। মঙ্গলবার প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জ্বালানি বিভাগ। 
এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়া পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। প্রাইসিং ফর্মুলার অনুযায়ী জানুয়ারি  মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল ও কেরোসিনের দাম কামানো হয়েছে। ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা এবং কেরোসিন তেলের দাম ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। অকটেন ১২৫ টাকা,পেট্রোল ১২১ টাকায় লিটার অপরিবর্তিত রয়েছে। আগামীকাল বুধবার থেকে এ দর কার্যকর হবে। 
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!