রাজবাড়ী থেকে স্টাফ রিপোর্টার: সংক্ষিপ্ত নোটিশে রাজবাড়ী জেলা সদরে একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়। ২ এপ্রিল অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্যে জেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির প্রয়োজনীয়াতা তুলে ধরেন। কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ এবং আবু নাসের । জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ, জাতীয় নাগরিক পার্টির আদর্শ এবং ভবিষ্যৎ সম্পর্কে বক্তারা আলোচনা করেন। সংক্ষিপ্ত নোটিশে কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং নেতাদের আদর্শ চেতনাময় বক্তব্যে অনুষ্ঠানটি প্রানবন্ত হযে ওঠে।
আপনার মতামত লিখুন :