বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ইন্জিনিয়ার তুহিন চৌধুরীর মুক্তির দাবিতে মিছিলের নগরীতে নীলফামারী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ০৬:৪৩ পিএম

ইন্জিনিয়ার তুহিন চৌধুরীর মুক্তির দাবিতে মিছিলের নগরীতে নীলফামারী

পারভেজ উজ্জ্বল, নীলফামারী : আজ মহান মে দিবসে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর নেতৃত্বে  নীলফামারীর সকল রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এর পরেই নীলফামারী জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম,জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম এর নেতৃত্বে মহান মে দিবসের একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুড়ো র‌্যালীতে খন্ড খন্ড শ্রমিক দলের নানান শাখার ব্যানার নিয়ে তুহিন চৌধুরীর মুক্তির দাবিতে মিছিল করে। জানা যায়, নীলফামারী বিএনপির সাবেক সভাপতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে বিগত সরকারের পাতানো মিথ্যা ৮১ লক্ষ টাকার দূর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় প্রবাসে চলে যায়। দীর্ঘ ১৭ পর দেশে ফিরে গত ২৯ এপ্রিল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে, আদালত জামিন নামঞ্জুর করে জেলখানায় পাঠিয়ে দেন। তার এই খবর নীলফামারী জেলায় ছড়িয়ে পড়লে ডোমার ডিমলা জলঢাকা ও নীলফামারী সদরে বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন বিক্ষোভে রাস্তায় নেমে এসেছে। প্রতিদিন প্রতিরাত তুহিন চৌধুরীর মুক্তির দাবিতে মিছিল মিটিং অবিরত চলছে। মিছিল কালিন সময়ে কথা হয়, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম এর সাথে, তিনি এবিষয়ে বলেন এর আগে এতো জনপ্রিয় নেতা নীলফামারীতে আসেনি,শুধু জেলা বিএনপি কিংবা অঙ্গ সহযোগী সংগঠন নয়, সাধারণ মানুষের মুখে মুখে একটি নাম ইন্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন,দীর্ঘ ১৭ বছর প্রবাস থেকে দেশের মাটিতে পা রাখার সাথে সাথে নীলফামারী জেলা বিএনপির সকল শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উচ্ছ্বাস যেনো উপচে পড়ছে , মানুষ তার নিঃশর্ত মুক্তি চায়। তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে নীলফামারীর জলঢাকা উপজেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমুহ। 
নীলফামারী ১আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখা। 
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবির লেলিনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদী লাভলু,যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল, হক।স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কবির লেলিন বলেছেন,
‘ প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবেক ফ্যাসিস্ট সরকার সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানি করার জন্যই ওই মামলা দেয়া হয়েছিল। মিছিলের নগরীতে পরিনত হয়েছে ডোমার এবং ডিমলা।  উল্লেখ যে ২০০৮ সালে শাহরিন ইসলাম চৌধুরীকে ৮ বছরের কারাদন্ড দেন আদালত।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!