বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ঈদ শেষে চলছে মেট্রো রেল ও আন্ত নগর ট্রেন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ১১:০২ এএম

ঈদ শেষে চলছে মেট্রো রেল ও আন্ত নগর ট্রেন

পবিত্র ঈদুল ফিতরের (শুধু ঈদের দিন) ছুটি শেষে রাজধানীতে শুরু হয়েছে মেট্রো রেল চলাচল। একই সঙ্গে সারা দেশে চলাচল করছে আন্তনগর ট্রেনগুলোও। মঙ্গলবার (১ এপ্রিল) দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। অন্যদিকে দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে ঈদের এক বিশেষ ঘোষণায় মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথানিয়মে মেট্রো রেল চলাচল অব্যাহত থাকবে।
এ ছাড়া ঈদের আগে এক আন্ত মন্ত্রণালয় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের দিন সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল থাকবে এবং ঈদের পর তা আবার কার্যকর হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!