লন্ডভন্ড হয়ে গেল হঠাৎ ঝড়ে নওগাঁ। কিছু বুঝে উঠার আগেই নওগাঁর বিভিন্ন উপজেলার ওপর দিযে আকস্মিক ঝড় বয়ে গেছে। এতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।আতঙ্কিত এলাকাবাসীরা এদিসেদিক ছোটাছুটি করে অনেকে কিংকর্তব্য বিমুর হয়ে পরেছে।
শনিবার (৪ অক্টোবর) বিকালে জেলার পতœীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলার ওপর দিয়ে প্রায় আধঘণ্টা ধরে এ আকস্মিক ঝড় বয়ে যায়।
এতে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি। এ সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকাল চারটার দিকে শুরু হওয়া ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জনে চারদিক অন্ধকার হয়ে যায়। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। বিশেষ করে পতœীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি,মহাদেবপুর উপজেলার বিলশিকারী,দেওয়ানপুর, ধামইরহাট ও সদর উপজেলায়সহ কয়েকটি এলাকার লন্ডভন্ড হয়ে পড়ে।পতœীতলা ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, ‘আমরা মাতাজি রোড ও পুরাতন বাজারে পড়ে থাকা গাছ সরানোর কাজ করছি।’
জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আপনার মতামত লিখুন :