মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাবিতে লাঠিমিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১০:১৪ পিএম

সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাবিতে লাঠিমিছিল

সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠিমিছিল হয়েছে। রোববার বিকেল তিনটার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলে বাঁশের ছোট ছোট লাঠি হাতে রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত,কাঁটাবন, শাহবাগ মোড় ঘুরে মিছিলটি আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
এসময় ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ এবং দ্রæত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তারা।
লাঠি মিছিলের ব্যানারে লেখা ৯ দফা দাবির মধ্যে আরও রয়েছে- ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া; সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী-নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধনের উদ্যোগে,যৌন হয়রানির প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ, ধর্ষণের মামলা গ্রহণে থানার জটিলতা দূর করা, ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা দিতে সাক্ষী সুরক্ষা আইনের পুনঃপর্যালোচনা ও প্রয়োগ করা।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হেনস্তা ও বহিষ্কারের ঘটনার পূর্ণ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা; দায়িত্বশীল কেউ ‘¯øাটশেমিং’ করলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া; এবং বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে ‘স্বাধীন যৌন নিপীড়নবিরোধী সেল’ কার্যকর করা। এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন লেখক নিগার সুলতানা। তিনি সাংবাদিকদের বলেন, প্রতিকী প্রতিবাদ জানাতে লাঠি নিয়ে এসেছেন। তারা শিশু, নারীসহ প্রত্যেকের নিরাপত্তা চান। 
ধর্ষণ ও নারী নিপীড়নের বিচার দ্রæত করার আহ্বান জানিয়ে নিগার সুলতানা বলেন, দ্রæত বিচার মানে এই নয় যে কারও সঙ্গে আবার অন্যায় হোক। অপরাধীরা শাস্তি পেলে অপরাধ করার প্রবণতা কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সারাদেশব্যাপী ধর্ষণ-নিপিড়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে বিভিন্ন মিক্ষাপ্রতিষ্টানে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!