মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিমানবাহিনীর সাবেক প্রধানের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অপরুদ্ধের আদেশসহ দেশত্যাগেও নিষেধাজ্ঞা

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৭:০৬ পিএম

বিমানবাহিনীর সাবেক প্রধানের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অপরুদ্ধের আদেশসহ দেশত্যাগেও নিষেধাজ্ঞা

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার পর বিমানবাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ৬ মে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবে এ আদেশ দেন।এর আগে গত ৫ মে সোমবার একই আদালত দুদকের আবেদনে পরিবারসহ শেখ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে, খিলক্ষেতের নিকুঞ্জে আবাসিক এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৬৯৯.২৫ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি, যার মূল্য ১৩ লাখ টাকা। একই এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৮২৩.৮৩ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। এর মূল্য ১৪ লাখ ৮৬ হাজার টাকা। ৩৭ লাখ টাকা মূল্যের তার স্ত্রীর নামে মিরপুরে ডিওএইচএস এ কমনস্পেস এবং বেইসমেন্টে কারপার্কিং স্পেসসহ ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট। নারায়ণগঞ্জের রুপগঞ্জে শেখ আব্দুল হান্নান নামের ৩ দশমিক ৮৫ শতাংশ এবং ২ দশমিক ৪২ শতাংশ জমি, ১ দশমিক ৫৭ শতাংশ জমি। মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে ৩২০ বর্গফুট জমির ওপর নির্মানাধীন ৭ তলা ভবন। আর অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের ছয়টি হিসাব।জমি ও ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদনটি করেন দুদকের উপপরিচালক তানজিব হাসিব সরকার।
আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।অনুসন্ধানকালে দেখা যায়,শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে নিজ, পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছে। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরের চেষ্টা চলছে। স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সম্পদ পাওয়া দুরুহ হবে। জরুরি ভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!