মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভয়াবহ বোমা হামলা পাকিস্তানে,৭ সেনা সদস্য নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৮:৪৪ পিএম

ভয়াবহ বোমা হামলা পাকিস্তানে,৭ সেনা সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলায় ৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম সামা নিউজ জানিয়েছে, কাচ্ছি জেলার মাচ এলাকায় মঙ্গলবার সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালানো হয়। হামলায় সন্ত্রাসীরা একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটায়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) জড়িত, যাদের ভারতীয় মদদপুষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।খবরে বলা হয়, হামলায় ৭ সেনা সদস্য শহীদ হয়েছেন। হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী ওই এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুরু করেছে এবং সন্ত্রাসীদের নির্মূল করার প্রচেষ্টা চালাচ্ছে।এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। সেনাবাহিনী ও জাতি বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে।বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও তাদের এ দেশীয় দোসরদের অপচেষ্টা পাকিস্তানের সাহসী সেনা ও জনগণের একতাবদ্ধ প্রতিরোধের মুখে ব্যর্থ হবে। এই শহীদদের আত্মত্যাগ আমাদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!