মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

দেশের কোনো সংবাদমাধ্যম বন্ধ করেনি সরকার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৮:২৪ পিএম

দেশের কোনো সংবাদমাধ্যম বন্ধ করেনি সরকার

দেশের কোনো সংবাদমাধ্যম অন্তর্র্বতীকালীন সরকার বন্ধ করেনি বলে জানানো হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, অন্তর্বতী সরকার দেশের সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। তারা দেশের কোনো সংবাদমাধ্যম বন্ধ করেনি।
সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিন বন্ধ রাখতে গত ১৯ আগস্ট সোমবার উচ্চ আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ ২০ আগস্ট এ বার্তা পাঠানো হয়।
গত ১৯ আগস্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা।
সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট আদালতে আবেদন করা হয়। আদালতে সিটি গ্রæপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!