মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু হাসপাতালে ১১০১

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৫:৫৫ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু হাসপাতালে ১১০১

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১০১০১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২৯২ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৭০ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৩৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৮ জনের। এর মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এটিই চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু। এদিকে নভেম্বরের প্রথম ৪ দিনে ১৪ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রæয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে। জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!