বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

অবশেষে ১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৫:১৬ পিএম

অবশেষে ১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল

গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মধ্যে দ্বৈততার কারণে ২৩ জন ও আহত নয় বা আন্দোলনে সম্পৃক্ত নয় এমন ১০৫ জনের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু জুলাই যোদ্ধা আহত নয় বা আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার তাদের গেজেট বাতিল করা হয়।
জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের দুইজনসহ মোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে। তাদের মধ্যে দ্বৈততার কারণে গেজেট বাতিল হয়েছে ২৩ জনের।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা তাদেরকে তালিকাভুক্ত করতে সহায়তা করেছেন ও বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!