চলতি অক্টোবর মাসের ২৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৮ হাজার ৫৩৫ কোটি ৮০ লাখ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে। আজ বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় এসেছিল ২১২ কোটি ৯০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।
এদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৯২ কোটি ৫০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৮৬৭ কোটি ২০ লাখ ডলার।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :