দেশে গণপরিষদ নয়,জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ৪ মার্চ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।ছাত্রদের একটি দল হচ্ছে নিশ্চয়ই নাম (জাতীয় নাগরিক পার্টি) শুনেছেন। তারা জাতীয় নির্বাচন আর গণপরিষদ নির্বাচন এক সঙ্গে করার দাবি জানিয়েছেন-এমন বিষয় উত্থাপন করা হলে সিইসি বলেন,‘আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক দলগুলো তো অনেক কথাই বলে। আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। হয় আগামী ডিসেম্বর, না হয় ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তা-ভাবনা।’জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন দিতে আরও ছয় মাস সময় লাগলে,তাদের সুপারিশের যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করতে তো অনেক সময় লাগবে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হবে কিনা,এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন ধরণের সুপারিশ আসে,না দেখে তো আমরা বলতে পার না। আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য,কোনটা যোগ্য না এটি বলতে পারব না। আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’নির্বাচন কমিশন ইসি প্রধান নির্বাচন কমিশনারএ এম এম নাসির উদ্দিননির্বাচনজাতীয় নির্বাচনগণপরিষদ নির্বাচনএনসিপি
আপনার মতামত লিখুন :