শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশের ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৮ মে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০১:১৬ পিএম

দেশের ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৮ মে


দেশের ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৮ মে। ১৫২টির মধ্যে ২২ উপজেলায় ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। 
 

২১ মার্চ নির্বাচন কমিশন ভবনে এক সভা শেষে এই তফসিল ঘোষণা করা হয়। কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ ২৩ মে, তৃতীয় ধাপের ২৯ মে এবং চতুর্থ ধাপের ৫ জুন।
 

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাচাইবাছাই ১৭ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহার ২২ এপ্রিল। ২৩ এপ্রিল বরাদ্দ করা হবে প্রতীক।
 

উপজেলা নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা গেজেট প্রকাশ হয়েছে বুধবার। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ২৫০ জন সমর্থকের সাক্ষর বাতিল করা হয়েছে। এছাড়া রঙিন পোস্টার ছাপানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসংযোগের অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার কেন্দ্রে ভোট বন্ধ করার ক্ষমতা বাড়ানো হয়েছে সংশোধিত বিধিমালায়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!