শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

সারাদেশে আগামী ৭২ ঘন্টা গ্যাসের চাপ কম থাকবে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৮:২৪ পিএম

সারাদেশে আগামী ৭২ ঘন্টা গ্যাসের চাপ কম থাকবে

সমুদ্রসৈকত কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের প্রথম ভাসমান যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান অ্যাক্সিলেরেট এনার্জির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে আগামীকাল শুক্রবার। এতে বন্ধ হয়ে যাবে দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। টার্মিনালটির মেরামতের কাজ শেষ হবে আগামী সোমবার।
এতে শুক্রবার দুপুর ১২ টাকা থেকে আগামী সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা সারা দেশে গ্যাসের চাপ কমে যাবে।এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।
৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে সোমবার বন্ধ থাকবে ৫০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। তবে এ সময় সামিট গ্রুপের দেশের দ্বিতীয় ভাসমান এলএনজি টার্মিনালটি সচল থাকবে, এই টার্মিনাল দিয়ে দৈনিক ৫৫ থেকে ৫৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকার সময় দেশের কোথাও কোথাও গ্যাসের চাপ কমে যেতে পারে। সোমবার দুপুরের পর থেকে ফের মেরামতকারী এলএনজি টার্মিনাল থেকে আগের মতোই গ্যাস সরবরাহ হবে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!