বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদন্ড,৪ জনের আমৃত্যু কারাদন্ড

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১২:৪৮ পিএম

শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদন্ড,৪ জনের আমৃত্যু কারাদন্ড

ডেইলি খবর ডেস্ক: ১০ বছর আগে গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদন্ড, চার জনের আমৃত্যু এবং ১১ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এ তথ্য জানিয়েছেন।
২০১৬ সালে ১৭ ফেব্রæয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল হামলাকারী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!