বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

দেশে দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ১০:৫৮ পিএম

দেশে দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব

দেশের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এক শতাংশ ভোটারের সমর্থনের বিধান বাদ দেয়ার প্রস্তাব করেছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা।এছাড়া,তারা দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করারও প্রস্তাব দিয়েছেন। শনিবার (২৮ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীদের একটি দল মতবিনিময় করেছে, যেখানে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় আইনজীবী এম সরোয়ার হোসেনের নেতৃত্বে নুরুল হুদা চৌধুরী, এ এস এম খালেকুজ্জামান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. আতিকুর রহমান, আইনজীবী আজমল হোসেন, মেজর (অব.) আহমদ কবির বিশ্বাস, মেজর (অব.) হারুন অর রশিদ, মেজর (অব.) শরিফ আহমেদ, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, আইনজীবী মজিবুর রহমান, মেজর (অব.) আমান আহমেদ আনসারী, মেজর (অব.) মো. জিয়াউল আহসান, মেজর (অব.) মিজানুর রহমান প্রমুখ অংশ ছিলেন।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্য জেসমিন টুলী, আব্দুল আলীম, নাদিয়া নিভিন ও সাদিক আল আরমান মতবিনিময়ে উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিগত ১৫ বছরের শাসনামলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দে,েশর নাগরিকরা সোবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মন্ত্রী-প্রতিমন্তী ও একাধিক এমপির দ্বৈতপাসপোর্টধারী ছিলেন এবং এরা প্রায় সকলেই এদেশে দুর্নীতি-লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কারোর কারোর বিরুদ্ধে দুদক ইতিমধ্যে মামলাও দাযের করেছে।    

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!