শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

শুভ নববর্ষ ২০২৫/আতশবাজির ঝলকানিতে রঙিন রাজধানীর আকাশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১২:৩৪ এএম

শুভ নববর্ষ ২০২৫/আতশবাজির ঝলকানিতে রঙিন রাজধানীর আকাশ

ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই বর্ণিল হয়ে উঠে রাজধানী ঢাকার আকাশ। অবিরত আতশবাজির ঝলকানিতে আরও রঙিন হয় নতুন বছরের আকাশ। পাশাপাশি ফুটতে থাকে পটকা। শব্দে প্রকম্পিত হয় চারপাশ। নতুন বছরকে বরণ করে নিতে রাত ১২টায় এভাবেই একযোগে ঢাকার ধানমন্ডি,জিগাতলায় আতশবাজি হয় প্রতিযোগীতার মাধ্যমে। কে কতোগুলো আতশজবাজি করতে পারে তার প্রতিযোগীতা দেখতে এলাকাকার প্রতিটি ভবনের ছাদে উৎসুক বসতিরা ছাদে উঠে াাতশজবাজি ও ফানুস উড়ানোর দুশ্য দেখেন। এছাড়াও নগরীর  বিভিন্ন এলাকার ছাদ বা কোথাও মাঠ থেকে আতশবাজি পোড়ানো হয়। কেউ ফানুস উড়ায়।
যদিও নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য রাজধানীতে এ আয়োজন বন্ধের নির্দেশনা ছিল আইনশৃঙ্খলাবাহিনীর। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। নিরাপত্তার জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও র‌্যাবের সদস্যরা। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
তবে এসব বিধিনিষেধ থাকলেও, রাজধানীবাসী মহাধুমধামে আবার কোথাও অল্প পরিসরে আয়োজন করছে পার্টি। আনন্দ-উচ্ছ্বাসের কমতি থাকছে না যেন। অনেকে বাসার ছাদে বারবিকিউ পার্টি, কেক কাটাসহ নানা আয়োজন রেখেছেন।শুভ নববর্ষ-২০২৫।
পুরানো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে, নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রাজধানীবাসী।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!