বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

যেভাবে টাকা লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো:প্রধান উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৭:৩২ পিএম

যেভাবে টাকা লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো:প্রধান উপদেষ্টা

শেখ হাসিনার শাসনামলের গত ১৫ বছরে যেভাবে টাকা লুণ্ঠন হয়েছে, তা আতঙ্কিত হওয়ার মতো বলে মন্তব্য করেছেন অনমশর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, আমাদের গরিব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে তারা লুণ্ঠন করেছে, তা আতঙ্কিত হওয়ার মতো। দুঃখের বিষয় হলো- তারা প্রকাশ্যে এই লুটপাট চালিয়েছে। আমাদের বেশিরভাগ অংশই এর মোকাবিলা করার সাহস করতে পারেনি। পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল।
রোববার(৩০নভেম্বর)প্রধান উপদেষ্টার কাছে তার তেজগাঁও কার্যালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পরে ড. ইউনূস এসব কথা বলেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রমুখ।
এই যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,এটি চূড়ান্ত হওয়ার পর এটি জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত।তিনি বলেন,এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর যে অর্থনীতিকে যে ভঙ্গুুুুুুুুুর দশায় আমরা পেয়েছি, তা এই রিপোর্টে উঠে এসেছে। জাতি এই নথি থেকে উপকৃত হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!