বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ ৫ ডিসেম্বর কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অ্যাম্বুলেন্স বিমানে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় যাত্রা কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন। এক ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ১০টার দিকে তার ফ্লাইট ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রহমন। ঢাকায় এসে তিনি অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, মধ্যরাতের পর বা আজ শুক্রবার সকালে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল।তিনি আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল,দেশের বাইরে থেকে আসা দুই চিকিৎসক এবং ‘অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানরা’ অ্যাম্বুলেন্স বিমানে খালেদার সঙ্গে থাকবেন, যাতে যাত্রাপথে কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায়।
বিএনপির প্রেস উইং গতকাল জানায়, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই এবং চিকিৎসকেরা তার অবস্থাকে ‘স্থিতিশীল’ হিসেবে মূল্যায়ন করেছেন। এরই মধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসক দলে যোগ দিয়েছেন।গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে ‘সংকটাপন্ন’ অবস্থায় তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়ার জটিলতার মধ্যেই চিকিৎসা চলছে। ১ ডিসেম্বর বিএনপি জানায়, অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নিতে হয়েছে।তার চিকিৎসার জন্য বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড কাজ করছে। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বোর্ডে সদস্য হিসেবে আছেন জোবাইদা রহমানসহ যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :