বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রস্তাবগুলো লিপিবদ্ধ করা হলে তবেই জুলাই সনদে স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় এক পথ সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রস্তাবিত সংস্কার লিপিবদ্ধ করা হলে তবেই জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। তবে তার জন্য আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, জনগণ পিআর-টিআর বোঝেনা, তা তাদের ওপর চাপায় দিলে চলবে না। কয়েকটি দল চাইছে নির্বাচন যেন না হয়। কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব। জনগণ ভোট দিতে চায় এবং ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। পিআর-টিআর বাদ দিয়ে আসেন। মানুষ যাকে ভোট দেবেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা সরকার গঠন করবেন, পরে তাদেরকেই এসব সমস্যা সমাধানের কথা বলতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।
আপনার মতামত লিখুন :