বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

অস্ট্রেলিয়াকে ১৯৯ লক্ষ্য দিল টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৭:৫৬ পিএম

অস্ট্রেলিয়াকে ১৯৯ লক্ষ্য দিল টাইগ্রেসরা

এবার ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দলের পরিকল্পনা ছিল পরিষ্কার। ওপেনিংয়ে সময় নিয়ে জুটি গড়ার চেষ্টা করা এবং মিডল অর্ডারে রান বাড়িয়ে নেওয়া। ওই পরিকল্পনায় ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিপক্ষে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৮ রান করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার বিশাখাপত্তমে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৯ ওভারে ৩২ রান যোগ করে বাংলাদেশ। ফারজানা হক ৮ রান করে ফিরে যান। দলের রান বাড়িয়ে নেওয়ার কাজ করা অন্য ওপেনার রুবায়া হায়দার ৪৪ রান করে ক্যাচ দেন। তার ৫৯ বলের ইনিংসে আটটি চার ছিল।
তিনে নামা শারমিন আক্তার সুপ্তা সেট হলেও ইনিংস বড় হয়নি। তিনি ৩৩ বলে তিন চারের শটে ১৯ রান করেন। এরপর অধিনায়ক নিগার সুলতানা সেট হয়ে ১২ রান করে ফিরলে ২৭ ওভারে ১০৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ নারী দল।
সেখান থেকে দুইশ’ ছোঁয়া রান এনে দিয়েছেন পাঁচে নামা ফর্মে থাকা ব্যাটার সোবহানা মুস্তারি। তিনি ৮০ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চারের শটে ইনিংস সাজান। শেষটায় স্বর্ণা আক্তার (৭), ঋতু মনি (২) তাকে সঙ্গ দিতে পারলে রানটা আরেকটু বড়ই হতো। বাংলাদেশকে নাগালে রাখতে দারুণ বোলিং করেছেন অস্ট্রেলিয়া নারী দলের আসলে গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, আলাদা কিং ও জর্জিয়া ওয়ারেহাম। তারা দুটি করে উইকেট নেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!