বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

মাথার ওপর এখনও খড়গ, হঠকারিতায় সজাগ থাকুন:মির্জা ফখরুল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৭:৪৬ পিএম

মাথার ওপর এখনও খড়গ, হঠকারিতায় সজাগ থাকুন:মির্জা ফখরুল

সীমান্তের ওপার থেকে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের মিডিয়া সেগুলো ফলাও করে প্রচার করছে। তাই যেকোনো ধরণের হঠকারিতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। যে বিজয় অর্জন হয়েছে তা যেন বৃথা না যায়। ক্রান্তিলগ্ন পার হয়নি, মাথার ওপরে সেই খড়গ এখনও আছে। 
শুক্রবার(২৯নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে তিনি এসব কথা বলেন।
এসময় ফখরুল বলেন, সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মৌলবাদী দেশ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। আর তাতে সহায়তা করছে প্রতিবেশী দেশের মিডিয়া। 
শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ যখনই রুখে দাঁড়িয়েছে,তখনই এদেশে বিজয় এসেছে। বাংলাদেশের ছাত্ররাই বারবার দেশে পরিবর্তন এনে দিয়েছে। তারা এক দানবের সঙ্গে খালি হাতে লড়েছে।
আওয়ামী লীগ দেশের অর্থনীতি,সমাজ সব কিছু ফোকলা করে দিয়ে গেছে। কেউ যেন বাংলাদেশের অর্জিত বিজয় কেড়ে নিতে না পারে সেদিকে ছাত্রদের সজাগ থাকতে হবে; যোগ করেন মির্জা ফখরুল।
শেখ হাসিনা পালিয়েছেন, এই কথাটা বেশি প্রচার করা উচিত উল্লেখ করতে তিনি বলেন, হত্যার রাজনীতি যারা করে তাদের পালাতেই হয়। 
সম্প্রতি রাজধানীর কয়েকটি কলেজে অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, কলেজে কলেজে মারামারির ঘটনা কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়,এটা একটা চক্রান্ত। সাম্প্রাতিক আরও প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন,ধর্মের নামে বাংলাদেশের মানুষ হত্যা দেখতে চায় না।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!