সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:৩৩ পিএম

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।শনিবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পরে রাত ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে যান এনসিপির নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা।
বিক্ষোভে তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তোলেন। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান বিক্ষোভকারীরা।এর আগে, ৪ মে সন্ধায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িত হামলার ঘটনা ঘটেছে।  

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!