বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

আইরিশদের হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে সিরিজ জিতলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৬:০২ পিএম

আইরিশদের হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে সিরিজ জিতলো

টানা দুই জয়ে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের মিশনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে ২০২৫ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরো বাড়লো।
সোমবার (২ডিসেম্বর) নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ৩৭ দশমিক ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা।
লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। আর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৭ দশমিক ৩ ওভারে প্রত্যাশিত জয়ের দেখা পেয়ে যায় বাংলাদেশ। ওপেনার ফারজানা ৬১ রানের ইনিংস খেলেন। তিনে নেমে শারমিন যোগ করেন ৭২ রান। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৮ রান।
ভারতে অনুষ্ঠেয় ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজটি বাংলাদেশের জন্য বাঁচামরার লড়াই ছিল। নিজেদের বাকি থাকা ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতলে কোনো সমীকরণ ছাড়াই বিশ্বমঞ্চে খেলার সুযোগ টাইগ্রেসদের। এবার টানা তিন জয়ে সেই পথ আরো সহজ করলো বাঘিনীরা। পরবর্তী সিরিজ জিতলেই বিশ্বকাপের টিকিট হাতে পাবেন নিগার-নাহিদারা।
এর আগে, মিরপুর শের-ই-বাংলায় টস ভাগ্য সহায় হয়নি টাইগ্রেস অধিনায়ক জ্যোতির। অন্যদিকে টস জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। দলীয় ৯ রানের মাথায় ভাঙে আইরিশদের উদ্বোধনী জুটি। সারাহ ফোর্বসকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন সুলতানা। ১৮ বলে ৫ রান করে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার।
দ্বিতীয় উইকেটে হান্টারকে প্রতিরোধের চেষ্টা চালিয়েছিলেন গ্যাবি লুইস। তবে ৪৮ রানের বেশি এগোয়নি তাদের জুটি। ৪০ বলে ২৩ রান করে রাবেয়ার ঘূর্ণিতে ফেরেন হান্টার।
তবে দেখেশুনে খেলে ব্যক্তিগত অর্ধশতক ছুঁয়ে ফেলেন গ্যাবি লুইস। ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে ৭৯ বলে ৫২ রান করেন আইরিশ কাপ্তান।
এরপর আর ইনিংস বড় করতে পারেনি সফরকারী মেয়েরা। দলীয় ৯৭ রানে তিন উইকেট থেকে ১২৩ রানের মধ্যে ৬ ব্যাটার হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আইরিশরা। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৮৫ রানে থামে সফরকারীদের ইনিংস।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন। এ ছাড়া দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!