ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার (১৬ মে) বিকেলে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুর্দান্তপারফরম্যান্সে একটি গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা, অপরটি আশিকুর রহমানের হেডে।
প্রথমার্ধে দুই দলই রক্ষণভাগে শক্ত অবস্থানে থেকে খেলতে চায়। নেপাল একাধিকবার আক্রমণে গেলেও বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন শুরুর দিকে বেশ কয়েকটি সেভ করে দলকে ম্যাচে রাখেন। ১৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নেপাল, কিন্তু ব্যর্থ হয়। এরপর ২২ মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে নাজমুল হুদার বাড়ানো বল ধরে রিফাত কাজী গোলের মুখে দাঁড়িয়ে গেলেও ফিনিশিংয়ে ব্যর্থ হন।
৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। পরে নাজমুলের লং শটও থামিয়ে দেন নেপালের গোলরক্ষক ভক্ত বাহাদুর।দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণ আরও তীব্র হয়। ম্যাচের ৫৬ মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরীর হেড নেপালের এক ডিফেন্ডার পোস্টের নিচ থেকে ক্লিয়ার করেন। এরপর একের পর এক আক্রমণে চাপে রাখে নেপালকে। অবশেষে ৭৩ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল—নাজমুলের কর্নারে আশিকুর রহমান হেডে বল জালে পাঠান।৮১ মিনিটে নেপালের রক্ষণভাগের ভুলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ডান দিক দিয়ে আক্রমণে উঠে মানিকের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা।তবে ৮৭ মিনিটে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় নেপাল। সুজন ডাঙ্গোল বাংলাদেশের ডিফেন্স ভেঙে এক গোল শোধ দেন। যদিও শেষ সময়ের চেষ্টায় সমতা ফেরাতে পারেনি নেপাল, বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ২-১ ব্যবধানে।এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আসর শুরুতে মালদ্বীপের সঙ্গে ড্র করে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা।আগামী রোববার (১৮ মে) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও মালদ্বীপের মধ্যে জয়ী দল। তরুণদের সামনে এখন আর মাত্র এক ধাপ—ট্রফি ঘরে তোলার।
আপনার মতামত লিখুন :