সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ভারতই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১০:৩৬ পিএম

ভারতই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলো

চ্যাম্পিয়ন্স টুফি ভারতের ঘরেই গেল। লক্ষ্য নাগালে পেয়ে শুরুতেই ম্যাচের শেষ লিখে দেওয়ার মতো শুরু করেন রোহিত শর্মা। তার বিদায়ে ম্যাচে ফেরার আভাস দেয় নিউজিল্যান্ড। কিন্তু দুবাইয়ের ধীর উইকেটে তার ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। মধ্যে শ্রেয়াস আইয়ার, কেএল রাহুলরা কার্যকরী ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা এনে দিয়েছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ভালোই শুরু করেছিল তারা। ওপেনিং জুটিতে যোগ করেছিল ৫৭ রান। কিন্তু ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে ৭ উইকেটে ২৫১ রানের বেশি করতে পারেনি ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে পরাজিত হওয়া নিউজিল্যান্ড। 
দলটির হয়ে ওপেনার রাচিন রবীন্দ্র ২৯ বলে ৩৭ রান করেন। চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। চারে নামা ড্যারেল মিশেল সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। ১০১ বলের ইনিংস তিনি তিনটি চারের শটে সাজান। গেøন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল লোয়ারে কার্যকরী দুই ইনিংস খেলে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। ফিলিপস খেলেন ৫২ বলে ৩৪ রানের ইনিংস। ব্রেসওয়েল ৪০ বলে ৫৩ রান করেন। তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
জবাব দিতে নেমে ভারত দুর্দান্ত শুরু করে। এক প্রান্ত দিয়ে রোহিত শর্মা চার-ছয় হাঁকাতে থাকেন। তাকে সঙ্গ দিয়ে শুভমন গিল ওপেনিংয়ে ভারতকে ১০৫ রানের জুটি দিয়ে ফিরে যান। গিল ৫০ বলে ৩১ রান করেন। পরেই ফিরে যান বিরাট কোহলি (১)। এরপর রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফেরেন। সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি। ভারত ১২২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে।
পরে আরও ৩ উইকেট হারালেও বাকি পথটা নিমিষে পাড়ি দিয়েছে ভারত। চারে নেমে শ্রেয়াস আইয়ার ৪৮ রানের ইনিংস খেলেন। অক্ষর প্যাটেল ২৯ রানের ইনিংস খেলেন। রাহুল ৩৪ রানের হার না মানা ইনিংস খেলে এক ওভার থাকতে ম্যাচ জিতিয়ে ফেরেন। হার্ডিক পান্ডিয়া যোগ করেন ১৮ রান।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!