মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ভারতের তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৯:২১ এএম

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ভারতের তারকা ক্রিকেটার


ইতিহাস গড়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। কেবল হারই না, স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জাও দিয়েছে লাল-সবুজেরা। পাকিস্তানের এমন লজ্জায় মর্মাহত ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও। একইসঙ্গে বাংলাদেশের প্রশংসা করেছেন তিনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন,‘কী দারুণ জয়, বাংলাদেশের জন্য। তবে পাকিস্তানের জন্য হতাশার ব্যাপার। বিষয়টি হতাশার কারণ পাকিস্তানকে আসলে সহজে হারানো যায় না। তবে ১০০০ দিনের চেয়েও বেশি হয়ে গেল পাকিস্তান ঘরের মাঠে জিততে পারছে না। পাকিস্তানের ক্রিকেটের সমর্থকরা অনেক আবেগপ্রবণ।’
অশ্বিন যোগ করেন, ‘আপনারা জানেন, কী ভেবে আমার এতটা খারাপ লাগছে? পাকিস্তানের ইতিহাসের কথা ভেবে। ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইমরান খান, ইনজামাম-উল-হক, সেলিম মালিক, ইজাজ আহমেদ, আমির সোহেল, সাঈদ আনোয়ার......এই তালিকা কেবলই লম্বা হতে থাকে। কী দারুণ লিগ্যাসি আছে, এই দেশের এবং ক্রিকেট দলের।’
বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় এই অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। আমি তাদের থেকে কোনো কিছুই কেড়ে নিচ্ছি না। গত বছর যখন আমরা বাংলাদেশ সফরে গেলাম, আমরা টের পেয়েছিলাম, বাংলাদেশ কতটা ভালো টেস্ট দল। তাদের অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার রয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসানদের (মিরাজ) মতো এবং তাদের যথেষ্ট তরুণ প্রতিভাবান ক্রিকেটারও রয়েছে।’
পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদের জন্যও দুঃখ প্রকাশ করেন অশ্বিন। তার ভাষ্যমতে, ‘শান মাসুদের মতো একজনের জন্য আমার খুব খারাপ লাগছে। সে খুবই স্মার্ট ক্রিকেটার। আমি তাকে চিনি। তিনি পাকিস্তানের জন্য সত্যিই একজন ভালো অধিনায়ক হতে পারেন। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান দল পরিচালনা করা সহজ নয়, যেখানে তুমি বাবর আজমের মতো পাকিস্তান ক্রিকেটের পোস্টারবয়ের জায়গায় দায়িত্ব গ্রহণ করেছ। যখন মিসবাহ–ইউনিস খান নিয়মিত দলের সদস্য ছিলেন, তাদের কাছে ইয়াসির শাহের মতো স্পিনার ছিল, দু’জন বাঁ-হাতি স্পিনার আব্দুর রহমান এবং জুলফিকার বাবর ছিল। এখন পাকিস্তান দল কোথায় আছে, আমি বিশ্বাস করতে পারছি না!’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!