মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

টাইগ্রেসরা আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১২:৫৫ পিএম

টাইগ্রেসরা আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে

ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে আজ টাইগ্রেসরা। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গোয়াহাটিতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাসে এ ম্যাচেও ভালো খেলার প্রত্যাশা টাইগ্রেসদের।
নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ৮ দলের এই আসরে প্রথম পর্বে প্রত্যেকে সাতটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে হলে চার থেকে পাঁচটা ম্যাচ জিততে হবে।
কঠিন বাস্তবতা হলো,অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-নিউজিল্যান্ড-শ্রীলংকার বিপক্ষে এখনও জয় পায়নি টাইগ্রেসরা। ভারতের বিপক্ষে ৮ ম্যাচে একটি জয় এলেও বিশ্বকাপে তাদের হারানো খুবই কঠিন হবে। তবে,প্রথম ম্যাচে পাকিস্তানকে অনায়াসে হারানোয় ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে পারবে নিগার সুলতানারা।
প্রথম ম্যাচে দলের বোলিং খুব ভালো করেছে। স্বর্না আক্তার তিনটি এবং নাহিদা আক্তার ও মারুফা আক্তার দুটি করে উইকেট নিয়ে পাকিস্তানকে ১২৯ রানে বেঁধে ফেলেন। এরপর ওপেনার রুবায়া হায়দারের অপরাজিত ৫৪ রানের সাথে অধিনায়ক নিগারের ২৪ ও সুবহানা মুস্তারির অপরাজিত ২৪ রানে সহজে জয় নিশ্চিত হয়।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!