নিউজিল্যান্ডসহ বিশ্বের ক্রিকেট খেলুড়ে কয়েকটি দেশেই পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি কিংবা ভাতা সমান। কয়েকটি দেশে আবার বেতন সমান না হলেও ম্যাচ ফি কিংবা অন্যান্য ভাতা সমান।তবে সব দিকেই এতদিন বাংলাদেশের নারী ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে বৈষম্য ছিল। সেই ধারা পরিবর্তন হচ্ছে এবার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়েছেন,বিগত বছরগুলোতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক সাফল্য থাকলেও, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলো নারী ক্রিকেটাররা। ধীরে ধীরে এই ধারায় পরিবর্তন আসছে। এখন থেকে দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে-মেয়ে সমান হবে।
রাজ্জাকের বক্তব্যটি নিজের ফেসবুকে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগেই অভিযোগ করেছিলেন, অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধা ছেলেদের মতো দেওয়া হয় না তাদের।
সবশেষ বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম। পুরুষ জাতীয় দল বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫+৪০ ডলার) ১১৫ ডলার পান। সেখানে জ্যোতিদের সবমিলিয়ে দেওয়া হয় ৭৫ ডলার। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররাও পুরুষ ক্রিকেটারদের সমান টাকা পাবেন।বাংলাদেশ নারী ক্রিকেট দলবাংলাদেশ পুরুষ ক্রিকেট দলবিসিবিআবদুর রাজ্জাকআসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আপনার মতামত লিখুন :