মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রুফির শিরোপা লড়াইয়ে ২৫২ রানের লক্ষ্য ভারতের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৭:২৬ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রুফির শিরোপা লড়াইয়ে ২৫২ রানের লক্ষ্য ভারতের

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ওপেনিং জুটিতে ভালো শুরু পেলেও একশ’ রানের পর ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে  নিউজিল্যান্ড। সেখান থেকে ড্যারেল মিশেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড।
নির্ভার ওপেনিং জুটি: উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র মিলে ৭.৫ ওভারে ৫৭ রানের ওপেনিং জুটি গড়েন। প্রথমে ইয়ং ফিরে যান ১৫ রানে করে। লেগ স্পিনার বরুণ চক্রবর্তী তাকে সাজঘরে ফেরান। এরপর ২৯ বলে ৩৭ করা রাচিনকে বোল্ড করেন অন্য লেগ স্পিনার কুলদীপ যাদব।
কেন-ল্যাথাম ব্যর্থ: বড় ম্যাচে নিউজিল্যান্ডকে ব্যাট হাতে ভরসা দিতে হতো কেন উইলিয়ামসনের। কিন্তু ১১ রানে দলটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার আউট হন। তাকেও আউট করেন কুলদীপ। মিডলে নির্ভরতার নাম টম ল্যাথামও ভারতের স্পিনে খেই হারান। তিনি ১৪ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন।  
ড্যারেল-ফিলিপসের জুটি: নিউজিল্যান্ড ১০৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর ড্যারেল মিশেল ও গ্লেন ফিলিপস ৫৭ রানের জুটি গড়েন। ফিলিপস ফিরে যান ৩৪ রান করে। পরে ড্যারেলের ব্যাট থেকে আসে ১০১ বলে ৬৩ রানের ইনিংস। তিনি ৩টি চারের শট মারেন।
ব্রেসওয়েলে লড়াইয়ের পুঁজি: স্পিন অলরাউন্ডার হলেও আসরে ব্যাট হাতে তেমন কিছু করতে হয়নি মাইকেল ব্রেসওয়েলের। ফাইনালে তিনি দরকারি কাজটা করেছেন। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন তিনি। খেলেন ৪০ বলে ৫৩ রানের ইনিংস। চারটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন। তার ব্যাটেই লড়াই করার পুঁজি পেয়েছে কিউইরা। 
শিরোপা লড়াইয়ের ম্যাচে কিউইদের পেস আক্রমণের নেতা ম্যাট হেনরিকে ছাড়া খেলতে হচ্ছে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন তিনি। অধিনায়ক স্যান্টনার তাকে পাওয়ার আশা করলেও ছিটকে গেছেন আসরে সর্বাধিক উইকেট নেওয়া পেসার।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!