বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অনুষ্টিত তাদেও এক বৈঠকে ভারত ও বৃটেনের দ্বিপক্ষীয় বিষয়ের ওপর জোর দেন। এছাড়া ইউক্রেনসহ তাদের আলোচনায় বর্তমান ভূরাজনৈতিক বিষয়গুলো স্থান পেয়েছে। এ খবর দিয়েছে দ্য হিন্দু।
এতে বলা হয়, বুধবার এক্সের এক পোস্টে এ বিষয় নিয়ে একটি পোস্ট দেন জয়শঙ্কর। সেখানে তিনি তাদের আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, আমরা ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ, কমনওয়েলথসহ নানা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি। বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে স্থিতিশিলতার জন্য ভারত-বৃটেন সমৃদ্ধির জন্য অবদান রাখছে বলেও উল্লেখ করেছেন জয়শঙ্কর। তবে তাদের আলোচনায় বাংলাদেশ নিয়ে কী কথা হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি।
কিন্তু দ্য হিন্দু বলছে, গত বছরের আগস্টে ভারতে পালিয়ে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটেনে আশ্রয় চেয়েছিলেন বলে কথা উঠেছিল। তবে তা হয়নি। লন্ডন তখন সাফ জানিয়ে দিয়েছিল, ওই পরিস্থিতিতে বৃটেনে আশ্রয় দেয়ার জন্য বৃটেনের হাতে কোনো আইন নেই। গণমাধ্যমটি হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিষয়টিও তুলে ধরেছে। সেখানে বলা হয়, হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক বৃটেনের লেবার পার্টির একজন এমপি। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি দেশটির সিটি মন্ত্রী ছিলেন। কিছু অভিযোগের মুখে তিনি পদত্যাগ করেন।
জয়শঙ্কর গত মঙ্গলবারের কিছু অংশ ও পরদিন বুধবার যুক্তরাজ্যের চেভেনিং হাউসে কাটিয়েছেন। এটা বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন। একই সময়ে সেখানে জয়শঙ্করের স্ত্রী কিয়োকো জয়শঙ্কর ও ল্যামির স্ত্রী নিকোলা গ্রিনও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :