মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

নির্বাচনে জিততে যে প্রতিশ্রæতি দিলেন কমলা হ্যারিস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০২:১০ পিএম

নির্বাচনে জিততে যে প্রতিশ্রæতি দিলেন কমলা হ্যারিস


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে বিভিন্ন প্রতিশ্রæতি দিচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। নির্বাচনে জয়ী হলে তিনি অন্তত আড়াই কোটি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। যারা সেই কর্মসূচিতে অংশ নেবেন, তাদের কর ছাড়ের হার ১০ গুণ বাড়ানো হবে বলেও জানান কমলা।
বুধবার (৪ সেপ্টেম্বর) নিউ হ্যাম্পশায়ার প্রদেশের পোর্টসমাউথ শহরে ডেমোক্র্যাটিক পার্টির জনসভায় কমলা জানান, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তিনি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন। ওই পরিকল্পনার অঙ্গ হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের কর ছাড়ের সীমা ৫,০০০ ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হবে।
এসময় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের আর্থিক নীতির সমালোচনা করেন জো বাইডেন সরকারের ভাইস প্রেসিডেন্ট কমলা। তার অভিযোগ,ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীনই আমেরিকার নাগরিকদের কর্মসংস্থান কমতে শুরু করে। ছোট ব্যবসায়ীদের সঙ্কট বাড়তে থাকে।
আমেরিকায় ছোট ব্যবসায়ীর সংখ্যা প্রায় ৩৩ লাখ। বেসরকারি ক্ষেত্রে যত মানুষ যুক্ত, তাদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ক্ষেত্রের কর্মচারী। প্রেসিডেন্ট নির্বাচনে এ বার সেই ভোটব্যাঙ্কেই ‘নজর’ কমলার।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!