ডেইলি খবর ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে দেয়ার পর ক্ষমতার প্রশ্নে নতুন সিদ্ধান্ত এসেছে দক্ষিণ আমেরিকার এই দেশটির শীর্ষ আদালত থেকে। দেশটির সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। আদালত বলছে, মাদুরো বর্তমানে দায়িত্ব পালনে ‘বাস্তব ও সাময়িকভাবে অক্ষম’, তাই রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখা ও দেশ রক্ষার স্বার্থে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে সরিয়ে দেয়ার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শনিবার রাতে দেয়া আদেশে আদালত জানায়, মাদুরো ‘তার দায়িত্ব পালনে বাস্তব ও সাময়িকভাবে অক্ষম’ অবস্থায় রয়েছেন।
আদেশ অনুযায়ী, প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তার সার্বিক সুরক্ষার স্বার্থে রদ্রিগেস ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের সব ক্ষমতা, দায়িত্ব ও এখতিয়ার গ্রহণ ও প্রয়োগ করবেন’।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভিতে সম্প্রচারিত এক অধিবেশনে বিচারপতি তানিয়া দ’আমেলিও এই আদেশ পড়ে শোনান। ভেনেজুয়েলার সংবিধানে বলা আছে, প্রেসিডেন্টের সাময়িক বা স্থায়ী অনুপস্থিতির ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টই তার স্থলাভিষিক্ত হবেন।
বার্তাসংস্থা রয়টার্সের মতে, ‘প্রশাসনিক ধারাবাহিকতা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য’ রদ্রিগেসকে এই পদে বসানো গুরুত্বপূর্ণ বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।
রয়টার্স আরও জানিয়েছে,‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের জোরপূর্বক অনুপস্থিতির মুখে রাষ্ট্রের ধারাবাহিকতা, সরকারের প্রশাসন এবং সার্বভৌমত্বের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য প্রযোজ্য আইনি কাঠামো নির্ধারণের’ বিষয়টি নিয়েও শুনানি করবে আদালত।
এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বড় ধরনের হামলা’ চালায় যুক্তরাষ্ট্র। পরে সেখানে মাদুরো দম্পতিকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ইউএসএস ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে শেষ পর্যন্ত তাদেরকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মামলা করা হয়েছে।ফাইলছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :